রাজ্য যোগাসন প্রতিযোগিতায় সাফল্য বীরভূমের চার প্রতিযোগীর

দীপক কুমার দাসঃ

৪৯ তম রাজ্য যোগাসন প্রতিযোগিতায় সাফল্য পেল বীরভূমের চার প্রতিযোগী। ওয়েস্ট বেঙ্গল যোগা অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও মেদনীপুর জাগৃতি নগর ফিজিক্যাল কালচারাল অ্যাসোসিয়েশনের ব্যবস্হাপনায় গত ১২ আগষ্ট থেকে ১৫ আগষ্ট মেদনীপুরে স্পোর্টস কমপ্লেক্সে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।রাজ্যের বিভিন্ন জেলা থেকে ৬৭৫জন প্রতিযোগী অংশ গ্রহণ করে। ৮ থেকে ৪৫বছরের উর্দ্ধে বিভিন্ন বিভাগে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। বীরভূম জেলার চারজন ষষ্ঠ স্থান অধিকার করে জাতীয় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার সুযোগ পেয়েছে। এই চারজন হলেন মল্লারপুরের বিষ্ণু দাস,ইটাগড়িয়ার ওয়াসীমা পারভীন, সিউড়ির নিবেদিতা গরাঁই ও মিলন চন্দ্র সাহা প্রত্যকেই নিজের নিজের বিভাগে ষষ্ঠ স্থান অধিকার করেছে। চারজন প্রতিযোগী শান্তনু প্রামাণিকের কাছে প্রশিক্ষণ নিয়েছেন। তাদের সাফল্যের পিছনে মূল অবদান তাদেরতাদের প্রশিক্ষক শান্তনু প্রামাণিকের। চলতি বছরের অক্টোবর মাসে পাঞ্জাবে জুনিয়র ও ডিসেম্বরে সিনিয়ার জাতীয় যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *