শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর পুরশহরের রঞ্জনবাজারে শ্রী শ্রী বিজয়কৃষ্ণ আশ্রমে আজ ১৯ অগাষ্ট সাড়ম্বরে পালিত হল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। ২০০৯ সালে এই আশ্রম প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ১৪ বছর ধরে ভক্তদের দান ও সেবায় চলে এই আশ্রমের নৈমিত্তিক পূজা পাঠ ও অনুষ্ঠান। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজ সকাল থেকেই নাম, সংকীর্তন পূজা পাঠ শুরু হয়েছে। এদিন জন্মাষ্টমী উপলক্ষে তালের বড়া, ফুলুরি, লুচি, তিন রকম সবজি, মিষ্টান্ন দিয়ে ভোগ নিবেদন করা হয়। শ্রী কৃষ্ণের অষ্টত্তর শতনামে মুখরিত হয় মন্দির প্রাঙ্গণ। চলে ভক্ত সেবা। আশ্রমের মূল সেবক চন্ডী ব্রহ্মচারী জানিয়েছেন ভক্তদের অকৃত্রিম সহযোগিতা ও দানের মাধম্যেই আশ্রম এগিয়ে চলেছে। জন্মাষ্টমী উপলক্ষে আজ বহু ভক্তের সমাগম হয়।