শম্ভুনাথ সেনঃ
বীরভূম জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর ৭৯ তম জন্মদিনটি আজ ৩০ অগাষ্ট যথোচিত মর্যাদায় পালিত হয়। জেলা সদর সিউড়িতে লালকুঠিপাড়ায় রাজীব গান্ধীর মর্মর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি মৃণালকান্তি বসু। অন্যদিকে বীরভূমের রামপুরহাটেও রাজীব গান্ধীর জন্মদিনটি যথোচিত শ্রদ্ধায় পালিত হয়। জাতীয় কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি মিলটন রসিদ, কার্যকরী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা, মৃনালকান্তি বোস সহ জেলা ও ব্লক কংগ্রেসের নেতৃত্ব এদিন রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। এদিন রাজীব গান্ধীর জীবন আদর্শ তুলে ধরেন বক্তারা। উল্লেখ্য, ১৯৪৪ খ্রিস্টাব্দের এমন এক ২০ আগস্ট মুম্বাই এ রাজীব গান্ধীর জন্ম হয়! ১৯৮৪ সালের ৩১ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী মা ইন্দিরা গান্ধীর আততায়ীদের হাতে মৃত্যুর পর জাতীয় কংগ্রেস নেতৃবৃন্দ রাজীব গান্ধীকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন। মাত্র ৪০ বছর বয়সে দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী রূপে তিনি কার্যভার গ্রহণ করেছিলেন। উল্লেখ্য, রাজীব গান্ধী ছিলেন ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী। প্রতিবারের মতো এবারেও প্রয়াত প্রধানমন্ত্রীর জন্মদিনটি আজ যথোচিত শ্রদ্ধার সঙ্গে পালন করে বীরভূম জেলা কংগ্রেস।