
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের খয়রাশোল ব্লকের চৈতন্যপুর গীতাভবনে আজ ২০ অগাষ্ট মহা ধুমধামে নন্দোৎসব পালিত হয়। শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিকে ঘিরে গতকালই শুভ জন্মাষ্টমী যথোচিত শ্রদ্ধায় উদযাপিত হয়েছে। আজ নন্দোৎসব উপলক্ষে গীতাভবনে সকাল থেকেই শুরু হয় আরতি, পুজো-অর্চনা, নাম সংকীর্তন। পার্থ সারথি মঞ্চে চলে ভাগবত পাঠ। বহু ভক্ত সমাগমে তারকব্রহ্ম নাম সংকীর্তন ছাড়াও দুপুরে হাজারো ভক্তসমাগমে নন্দোৎসব অনুষ্ঠিত হয়। শঙ্খ, ঘন্টা, কাঁসর, খোল করতাল সহকারে দু বাহু তুলে সমবেত নাম সংকীর্তনে মুখরিত হয় গীতাভবন প্রাঙ্গণ। দুপুরে হাজার হাজার ভক্ত প্রসাদ গ্রহন করে। উল্লেখ্য ৩৭ বছর পূর্বে খয়রাশোলের পাঁচড়ায় এই গীতাভবন গড়ে ওঠে। গীতা ভবনের প্রতিষ্ঠাতা তথা অধ্যক্ষ স্বামী সত্যানন্দজী আজ নন্দোৎসবের তাৎপর্য তুলে ধরেন ভক্তদের কাছে। উপস্থিত ছিলেন বক্রেশ্বর বাসুদেব মিশনের অধ্যক্ষ অচিন্ত্য চৈতন্য ব্রহ্মচারী, গীতা পাঠক অশোক সিংহ, মেজিয়া গভঃ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক রবিন ঘোষ সহ হাজারো ভক্ত পুণ্যার্থী।




