বীরভূমের দুবরাজপুর সারদা ফুটবল ময়দানে শুরু হল সত্যানন্দ শীল্ড টুর্নামেন্ট -২০২২

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে ও পরিচালনায় আজ থেকে শুরু হল “শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ শীল্ড ফুটবল টুর্নামেন্ট-২০২২”। আজ এই ৫৯ তম টুর্নামেন্টের উদ্বোধন করেন বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সভাপতি স্বামী গৌরানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন স্থানীয় দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, স্থানীয় পুরপ্রধান পীযুষ পান্ডে, কাউন্সিলর মানিক মুখার্জি সহ আশ্রমের মহারাজরা। প্রথমেই ঠাকুর সত্যানন্দদেবের প্রতিকৃতি নিয়ে সারদা বিদ্যার্থী ভবনের ছাত্ররা ব্যান্ড সহযোগে সারদা ফুটবল ময়দান পরিক্রমা করে। আশ্রমের পতাকা উত্তোলন করেন উদ্বোধক গৌড়ানন্দজী। উল্লেখ্য, ৮ টি দল নিয়েই এবারের এই টুর্নামেন্ট শুরু হয়েছে। চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৯ আগস্ট। আজ উদ্বোধনী খেলায় দক্ষিণ ২৪ পরগনার বারাসাত স্নেহা কোচিং সেন্টারের সঙ্গে মুখোমুখি লড়াই হয় ধানবাদ ডি.এস.এ রেলওয়েজ। টানটান উত্তেজনায় ধানবাদ ২-১ গোলে বারাসাত টীম কে পরাজিত করে। মাঠের চারপাশ জুড়ে দর্শক আসনে ছিল বহু ফুটবলপ্রেমীদের ভিড়। দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ জানান আশ্রমের প্রাণপুরুষ স্বামী ভূপানন্দ মহারাজ তার গুরুদেব ঠাকুর সত্যানন্দদেবের নামে এই শিল্ড টুর্নামেন্ট শুরু করেছিলেন। ৫৯ বছর ধরেই এই ফুটবল প্রতিযোগিতা চলছে। জেলার বুকে এক অনন্য নজির। এ রাজ্য ছাড়াও ভিন রাজ্যের বহু নামি দামি দল এবার এই খেলায় অংশ নেবে। তবে করোনা অতিমারীর জন্যই গত ২ বছর খেলা বন্ধ রাখা হয়। আগামী ২৯ শে আগস্ট চূড়ান্ত প্রতিযোগিতায় উইনারস দলকে সত্যানন্দ শীল্ড ট্রফি সহ নগদ ১৫ হাজার টাকা দেওয়া হবে। অন্যদিকে রানার্স টীম কে দেওয়া হবে কাপ সহ নগদ ১০ হাজার টাকা। রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *