শম্ভুনাথ সেনঃ
অসাবধানতাবশত বাড়িতে কিংবা প্রতিষ্ঠানে গ্যাস লিক করার দরুন বা শর্ট সার্কিট থেকে এমন নানা কারণে অনেক সময় আগুন লেগে যায়। হতভম্ব হয়ে পড়ে বাড়ির মানুষজন। অনেক ক্ষেত্রে বহু ক্ষয়ক্ষতি এমনকি প্রাণহানিও ঘটে যায়। কিভাবে আগুনের মোকাবিলা করা যায় এই নিয়ে আজ বীরভূমের মুরারই এক নম্বর ব্লকে সাধারণ মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়। অগ্নি নির্বাপক যন্ত্র ছাড়াও আগুন কিভাবে নেভানো যায় এই নিয়ে প্রশিক্ষণ দেন রামপুরহাট দমকল বাহিনীর কর্মীরা। যাতে কোনও দুর্ঘটনা ঘটলে দমকল আসার আগেই স্থানীয় মানুষজন বা ক্লাবের যুবকেরা সহজ উপায়ে আগুন নেভাতে পারেন হাতে-কলমে তার প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় নারী পুরুষ সকলেই অংশ নেন। সাধারণ মানুষকে সাবধানতা এবং সচেতন করতে ব্লকের উদ্যোগে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন স্থানীয় জয়েন বিডিও জাগ্রত চৌধুরী।