দুবরাজপুর পৌর যুব সংসদ ক্যুইজ প্রতিযোগিতা

সেখ রিয়াজুদ্দিনঃ

খেলাচ্ছলে বিচিত্র জ্ঞান-বিজ্ঞান শিক্ষার একটি বিশিষ্ট প্রক্রিয়া হল ক্যুইজ। ক্যুইজ প্রতিযােগিতা এখন বেশ চালু হয়ে গেছে। বিশেষ করে পড়াশোনার পাশাপাশি অন্যান্য পরীক্ষার প্রস্তুতি হিসেবে ক্যুইজ এর মাধ্যমে নিজেকে তৈরি করে নেওয়ার একটি ধাপ। এরফলে জ্ঞান-বিজ্ঞান তথা নানা বিষয়ের উপর যথেষ্ট জ্ঞান অর্জন করা সম্ভবপর হয়ে ওঠে। সেই হিসেবে ছাত্রছাত্রীদের মানবিক বিকাশ ঘটানোর লক্ষ্যে মঙ্গলবার বীরভূমের দুবরাজপুর পৌরসভার উদ্যোগে পৌর যুব সংসদ প্রতিযোগিতায় ক্যুইজ এর আয়োজন করা হয়। প্রথম ধাপে এই প্রতিযোগিতায় অংশ নেয় দুবরাজপুর পৌরসভার ৫টি বিদ্যালয় থেকে পড়ুয়ারা। শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ, শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যা মন্দির ফর্ গার্লস্‌, দুবরাজপুর আর.বি.এস.ডি উচ্চ বিদ্যালয়, দুবরাজপুর গার্ল্স ও তপন বসু বিদ্যা নিকেতন বিদ্যালয়ের পড়ুয়ারা অংশ গ্রহণ করে। ফলাফল হিসেবে দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ প্রথম, সারদেশ্বরী বিদ্যা মন্দির ফর্ গার্ল্স দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে দুবরাজপুর বালিকা বিদ্যালয়। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন বিশিষ্ট কুইজ মাস্টার হিসেবে পরিচিত তথা শিক্ষক সৌমেন মুখার্জী। দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে জানান, ছাত্রছাত্রীদের মানসিক বিকাশের লক্ষ্যে এবং তাঁদের উৎসাহ দিতে বিগত কয়েক বছর ধরে পৌর যুব সংসদ প্রতিযোগিতার আয়োজন হয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *