সেখ রিয়াজুদ্দিনঃ
বীরভূমের রামপুরহাট ব্লকের বগটুই এর ঘটনায় জেলা ছড়িয়ে রাজ্য সহ সর্বস্তরে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে পড়ে। পুলিশ প্রশাসনের সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেসময় সরজমিনে ছুটে আসেন এবং দলীয় নেতা তথা তৎকালীন ব্লক তৃনমূল কংগ্রেসের ব্লক সভাপতি সেখ আনারুল কে উক্ত ঘটনায় জড়িত থাকার কারণে পুলিশ কে নির্দেশ দেন গ্রেফতার করার। নাটকীয় ভাবে মুখ্যমন্ত্রীর ঘোষনার প্রাক মুহুর্তে তারাপীঠ থেকে আনারুল কে গ্রেফতার করে পুলিশ। এখন পর্যন্ত জেল হেফাজতের মধ্যে রয়েছে আনারুল। ইতিমধ্যে শুরু হয়েছে সিবিআই তদন্ত, অনেক ব্যাক্তিকে আটক ও করা হয়েছে। সেদিনের সেই নৃশংস হত্যাকাণ্ডের জেরে সিবিআই এর তদন্ত ও তল্লাশি অভিযান অব্যাহত। অনুরূপ বগটুই গণহত্যা কাণ্ডের সাথে জড়িত সিবিআই এর কাছে নাম থাকা সেরকম সাতজনকে সোমবার গ্রেফতার করে সিবিআই। মঙ্গলবার ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। ধৃত সাতজন যথাক্রমে নুর আলি সেখ, শের আলি সেখ, বিকির আলি সেখ, আসিফ সেখ, জসিফ সেখ, খাইরুল সেখ ও জামিরুল সেখ। উল্লেখ্য গত ২১ শে মার্চ বগটুই কাণ্ডের ঘটনায় তদন্তে নামে সিবিআই। তদন্তে ধৃতদের যোগ থাকার সূত্র খুঁজে পায় সিবিআই। সোমবার বিভিন্ন জায়গা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে সিবিআই বলে জানা যায়। বগটুই গনহত্যা ও অগ্নিসংযোগের ঘটনায় ধৃত সাত জনকে মঙ্গলবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক ধৃতদের ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন। আগামী ২ সেপ্টেম্বর ধৃতদের ফের আদালতে হাজির করার নির্দেশ দেন । অন্যদিকে ভাদু সেখ খুনে অভিযুক্ত ছোট লালন সেখকে দুই দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত ।