সেখ রিয়াজুদ্দিনঃ
জেলার ত্রিস্তর পঞ্চায়েত কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে মঙ্গলবার সিউড়ি জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয় পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের “যৌথ কমিটি”। এদিন বৃষ্টি উপেক্ষা করেই বিভিন্ন ধরনের শ্লোগান সম্বলিত প্লেকার্ড হাতে সিউড়ি শহরজুড়ে মিছিল পরিক্রমা শেষে জেলা শাসকের দপ্তরের সামনে জমায়েত হয় এবং কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়ার সমর্থনে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃত্বগন। এছাড়াও সরকারি নিয়মনীতি মেনে ১০০ দিনের কাজ চালু করার পাশাপাশি এই কাজে অনিয়মের দায় পঞ্চায়েত কর্মচারীদের উপর চাপিয়ে দেওয়ার তীব্র প্রতিবাদ সহ পঞ্চায়েতের শূন্য পদে নিয়োগ করা, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরন, কর্মীদের হায়রানিমূলক বদলি, সরকারী নিয়ম অনুযায়ী কর্মচারীদের প্রমোশন, কর্মচারীদের বকেয়া ডিএ অবিলম্বে প্রদানের ব্যবস্থা সেই সাথে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ সিউড়িতে মিছিল সহকারে ডেপুটেশন প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে।