সেখ রিয়াজুদ্দিনঃ
কয়লা কান্ড তথা কয়লা পাচারের অভিযোগে বেশ কিছুদিন যাবৎ কয়লা মাফিয়া সহ বিভিন্ন স্তরের আধিকারিকদের যোগসাজশ থাকার কারণে ধরপাকড় থেকে শুরু করে তদন্ত অভিযান অব্যাহত। তবুও অবৈধভাবে কয়লা পাচার রোধ করা সম্ভব পর হয়ে ওঠেনি। কয়লা পাচারের জন্য কারবারিরা বিভিন্ন সময়ে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে পুলিশের চোখে ধুলো দিতে গিয়ে ও আটকে পড়ছে পুলিশের জালে। দেখা গেছে কখনো কয়লা বোঝায় গাড়ির উপর তুষ, ইট বোঝায়, কখনো জলের বোতল, কখনো ফলের প্যাকেট ইত্যাদি ধরনের পন্থা অবলম্বন করার চেষ্টা করেও ব্যার্থ হয়। এগুলোর ক্ষেত্রে পিকআপ ভ্যান, ট্রাকটার বা ছোট গাড়ি ব্যবহার করতে দেখা যায়। কিন্তু এবার ডাম্পারে করে অবৈধ কয়লা পাচার করতে গিয়ে খয়রাসোল থানার পুলিশের হাতে আটকে পড়ে কয়লা ভর্তি ডাম্পারটি। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোর রাত্রে অভিযানে নেমে পড়েন খয়রাশোল থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জীর নেতৃত্বে পুলিশ বাহিনী। জানা যায় যে, খয়রাসোল থানার ভীমগড়ের দিক থেকে দুবরাজপুরের দিকে যাচ্ছিল কয়লা বোঝায় ডাম্পারটি। সেই সময় রানিগঞ্জ মোরগ্রাম ৬০ নম্বর সড়কের ওপর পাঁচড়া কটন মিলের কাছে উক্ত ডাম্পারটিকে আটক করা হয়। পুলিশ চেকিং করতেই দেখতে পান যে, ডাম্পারের ওপরের অংশে বালি রয়েছে এবং তার নীচে রয়েছে কয়লা। পুলিশ সূত্রে জানা যায়, গাড়িটিতে ২৫ মেট্রিক টন কয়লা বোঝাই রয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। ঘটনাস্থল থেকেই জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে আটক করেছে খয়রাসোল থানার পুলিশ।