পীযূষ মন্ডলঃ
মাটির সঙ্গে চারকোল মিশিয়ে তৈরী করা হয় গোলাকার দলা। তারমধ্যে রাখা হয় দু-তিনটি বীজ। পতিত জমিতে সেই বল ফেলে দিলে আর্দ্রতা শুষে সেখানকার বীজগুলো থেকে চারা জন্মায়। এই হল সিড বল। পরিবেশ সবুজায়নের লক্ষ্যে রাজ্যের বিভিন্ন জেলায় এই পদ্ধতি শুরু হয়েছে। বীরভূমের স্বেচ্ছা সেবী সংগঠন “নপাড়া মহিলা কল্যান সমিতি”৷ বছরের ৩৬৫ দিন তারা কোনো না কোনো সমাজ সেবামূলক কাজ কর্মের সঙ্গে যুক্ত থাকে৷ ২৭ আগষ্ট রামপুরহাট থানার নারায়ণপুর মিশন গার্লস স্কুলে প্রায় ৫০০ জন ছাত্রীকে নপাড়া মহিলা কল্যান সমিতি ও জোডো ইন্ডিয়া সোশাল ফাউন্ডেশন পুনে মহারাষ্ট্রের যৌথ উদ্যোগে প্যাড বিতরণ করা হয়, বিনিময়ে এক একজন ছাত্রীদের কাছে থেকে ৩০ টি করে সিড বল তৈরী করিয়ে জমা নেওয়া হয় সংস্থার পক্ষ থেকে৷ লোকেশন ট্যাগ করে বল গুলো ফাঁকা পরিতক্ত জায়গায় ছড়ানো হয় পরিবেশ সবুজায়নের লক্ষ্যে৷ লোকেশন ট্যাগ থাকলে ৩ মাসের মধ্যে ঐ সিড বল গুলি থেকে চারাগাছগুলি অঙ্কুরিত হচ্ছে কিনা সেটা পর্যবেক্ষণ সম্ভব হবে। বিদ্যালয় সহ এলাকার মানুষজন এই চিন্তাধারাকে কুর্নিশ জানায়৷