শম্ভুনাথ সেনঃ
দুর্নীতির সঙ্গে আপোষ করে যেখানে শাসকদলের নেতা-মন্ত্রীদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, ইডি সিবিআই এর তল্লাশিতে যাচ্ছেন জেলে। তেমন সময়ে এই সরকারেরই এক গ্রাম পঞ্চায়েত প্রধান মালা বাউরির অন্য ছবি ধরা পড়ছে ক্যামেরায়। বীরভূমের ইলামবাজার ব্লকের শীর্ষা গ্রাম পঞ্চায়েতের এই প্রধান দিনমজুর হিসেবে অন্যের জমিতে মাঠে ধান পোঁতেন, আবার অফিসেও যান। সংসার চালাতে দিনমজুরি খাটতে হয় এই গ্রাম পঞ্চায়েত প্রধানকে, তাতে তার কোনো লজ্জা লাগে না। জীবনের জন্য সৎ পথে জীবিকা তার কাছে বড়। ১৫ টি গ্রামের মানুষের প্রধানের দায়িত্ব ভার সামলাচ্ছেন অথচ দিনমজুরের কাজ করেন তপশিলি সম্প্রদায়ের এই প্রধান মালা বাউরি। তিনি জানান প্রধানের দায়িত্ব পাওয়ার পর যেটুকু ভাতা পান তাতে তার সংসার চলে না, ফলে বাধ্য হয়ে তাঁকে দিনমজুরের কাজ করতে হয়। দিনমজুর খাটলেও পঞ্চায়েতের সঙ্গে যথেষ্ট যোগাযোগ রেখে চলেছেন। অফিসের কর্মীরাও তাকে যথেষ্ট শ্রদ্ধা করেন সে কথা অকপটে জানিয়েছেন পঞ্চায়েত সহায়ক বিকাশ রজক। অফিস থেকে ফোন এলেই পঞ্চায়েতেও ছুটে যান। এছাড়াও বাড়ির সমস্ত কাজ তিনি নিজেই দেখাশোনা করেন। যে সময় নেতা-মন্ত্রীদের দুর্নীতির খবরে মানুষজন হতবাক তেমন সময়ে এই প্রধান সমাজকে দিচ্ছে এক অন্য বার্তা। শুধু শাসক দল নয়, শীর্ষা গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজন তার এমন মানবিক গুণের জন্য শ্রদ্ধা করে। অন্য পথে আয় করে শুধু বড়লোক হওয়া নয়, মালা বাউরীদের মতো বড় মনের মানুষের প্রয়োজন আজ বড় জরুরী।