বঙ্গীয় সঙ্গীত পরিষদ আয়োজিত কথক নৃত্যে সর্বভারতীয় স্তরে প্রথম স্থান বীরভূমের জয়শ্রী

শম্ভুনাথ সেনঃ

শিক্ষা যেমন মানুষকে বেঁচে থাকার সাহস দেয়, তেমনি শিল্প-সংস্কৃতি সারাজীবন বেঁচে থাকার প্রেরণা যোগায়। বীরভূমের সিউড়ির এক নৃত্যশিল্পী জয়শ্রী কোনাই “বঙ্গীয় সঙ্গীত পরিষদের” সর্বভারতীয় স্তরে সংগীত বিভাকর (৫বর্ষ) “কথক নৃত্যে” প্রথম স্থান পেয়েছে। এ তথ্য জানিয়েছেন তার নৃত্য গুরু অলোক ঘোষদস্তিদার। জেলাবাসীর কাছেও এ বড় সুখের খবর। জয়শ্রী বীরভূমের সদর সিউরীর সুভাষপল্লীর বাসিন্দা। সে বর্ধমান ওমেন্স কলেজের জুওলজি (প্রাণীবিদ্যা) অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী। বাবা বিষ্ণুপ্রসাদ কোনাই কেন্দ্রীয় সরকারের বোলপুর শ্রীনিকেতন আবহাওয়া দপ্তরের ‘আবহাওয়া বিজ্ঞানী’ পদে কর্মরত। পড়াশোনার পাশাপাশি খুব ছোটবেলা থেকেই নৃত্যচর্চা তার এই সাফল্যের চাবিকাঠি। সিউড়ির “অলোক নৃত্যকলা” কেন্দ্রে ৫ বছর বয়স থেকে নৃত্যশিল্পে তালিম নেয় জয়শ্রী। গত ২৮ আগস্ট বীরভূমের বোলপুর টাউন লাইব্রেরীতে একটি মনোজ্ঞ অনুষ্ঠানে নৃত্য শিক্ষিকা চন্দ্রাবলী ঘোষাল জয়শ্রীর হাতে এককালীন বৃত্তি সহ স্বর্ণপদক ও শংসাপত্র তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *