বসুন্ধরায় কন্ঠর বর্ষপূর্তি উৎসব

নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ

সিউড়ির গান ও কবিতার প্রশিক্ষণ কেন্দ্র কণ্ঠ তাদের তৃতীয় বর্ষপূর্তি উৎসব পালন করলেন ২৮ আগস্ট সকাল দশটা থেকে বেলা দেড়টা পর্যন্ত সিউড়ি সবুজের অভিযানের বসুন্ধরা মঞ্চে মনোজ্ঞ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। শুরুতেই সংস্থার প্রতিটি শিক্ষার্থী ও যন্ত্র শিল্পী সহ আলোক শিল্পি কে স্মারক উপহার দিয়ে বরণ করে নেওয়া একটি অভিনব দৃষ্টান্ত হয়ে রইল। কন্ঠ সম্মাননা ২০২২ প্রদান করা হলো প্রবীণ আবৃত্তি শিল্পী বাবুন চক্রবর্তী মহাশয় কে। শ্রী চক্রবর্তী তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বীরভূমের অতীতকালের আবৃত্তি শিল্পীদের কথা বললেন গভীর শ্রদ্ধা সহকারে। এরপর শুরু হলো ক্রমান্বয়ে সঙ্গীত ও আবৃত্তি বিভাগের শিক্ষার্থীদের অনুষ্ঠান। প্রত্যেকেই তাদের সুন্দর পরিবেশনের মাধ্যমে শ্রোতা দর্শকের মনোযোগ আকর্ষণ করতে পেরেছে। বিশেষত এমন ছিমছাম সুপরিকল্পিত প্রবল শৃঙ্খলা পরায়ণ ঝকঝকে অনুষ্ঠান দীর্ঘকাল পরে সিউড়ি শহরে একটি দৃষ্টান্ত হয়ে রইলো। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পরিবেশিত হল কাকলি দাস ও অতনু বর্মনের নিবেদনে চুরি হয়ে গেছে রাজকোষে শিরোনামের একটি অনবদ্য সংগীত আলেখ্য। সুদীর্ঘকাল থেকে হিন্দি সিনেমার গানে রবীন্দ্র সংগীতের সুর ব্যবহার করার যে ধারাবাহিক ইতিহাস এবং রবীন্দ্রনাথকে স্বীকৃতি না জানানোর যে লজ্জা জনক ঘটনা তা অতনু বর্মনের গ্রন্থনায় অসাধারণভাবে ফুটে উঠেছে, অন্যদিকে কাকলি দাসের কন্ঠে সেইসব গান অপূর্ব সুর মুর্ছনার জন্ম দিল। প্রায় পরিপূর্ণ প্রেক্ষাগৃহে অনুষ্ঠান চলাকালীন বজায় ছিল পিন পতনসুলভ স্তম্ভিত নীরবতা। অনুষ্ঠান শেষে সকলের উচ্ছ্বসিত করতালি বুঝিয়ে দিলো কতখানি মুগ্ধতা তাঁরা তৈরি করতে পেরেছেন। কন্ঠ প্রতিষ্ঠানটির কাছে বীরভূম বাসীর প্রত্যাশা এইরকম আরো অনেক সুন্দর অনুষ্ঠান দাবি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *