সেখ রিয়াজুদ্দিনঃ
বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির ৫৩ তম প্রতিষ্ঠা দিবসে সিউড়ি শহরের স্টেট বাস স্ট্যান্ড এর কাছে শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দূর্নীতি প্রতিবাদ জানিয়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এই সভায় নিয়োগের দুর্নীতির সঙ্গে যুক্ত নেতা-মন্ত্রী ও আধিকারিকদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি ওঠে। এছাড়াও শিক্ষা ক্ষেত্রে সমস্ত শূন্য পদে অবিলম্বে স্বচ্ছ ভাবে স্থায়ী পদে নিয়োগের দাবি করা হয়। পথসভা অনুষ্ঠান শেষে বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতির নিকট ১১ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। পথসভা ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির জেলা কমিটির পক্ষে ফরিদা ইয়াসমিন, নিতাই অঙ্কুর, পার্থ সারথি মুখার্জী, বাছারাম মাল, সুধীর কুমার মাল প্রমুখ।