
উত্তম মণ্ডলঃ
যথাযথ মর্যাদার সঙ্গে জেলা বীরভূমের শৈবক্ষেত্র বক্রেশ্বরের ‘বক্রেশ্বর বাণপ্রস্থ আশ্রম’-এ আজ দুপুরে আয়োজিত হলো গণপতি গণেশ চতুর্থী উৎসব। আশ্রমের প্রবীণ সন্ন্যাসী দুর্গেশ গিরির পরিচালনায় আয়োজিত এই উৎসবে যোগ দেন সংস্থার সঙ্গে যুক্ত শুভানুধ্যায়ীরা। প্রসঙ্গত উল্লেখ্য, অন্নসেবাসহ বিভিন্ন সামাজিক প্রকল্প চলছে এই আশ্রম থেকে। এই আশ্রমের একমাত্র পুজো অনুষ্ঠান বলতে এই গণেশ চতুর্থীতে গণপতি গণেশ উৎসব। উপস্থিত ব্যক্তিদের মধ্যে বিলি করা হয় গণেশের প্রিয় প্রসাদি লাড্ডু, সঙ্গে সুস্বাদু খিচুড়ি। সন্ন্যাসী দুর্গেশ গিরির আন্তরিক আহ্বানে আপ্লুত এলাকার বিশিষ্টজনেরা।