সেখ রিয়াজুদ্দিনঃ
বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল গরু পাচার মামলায় সিবিআই এর হাত দিয়ে জেলহাজতে। ইতিমধ্যে অনুব্রত মন্ডলের জমি জায়গা, আয় সহ বিভিন্ন তথ্যের সন্ধানে সিবিআই-এর তল্লাশি অভিযান অব্যাহত। পাশাপাশি অনুব্রত ঘনিষ্ঠ সহ আত্মীয়স্বজনের উপরও নিয়মিত চলছে সিবিআই-এর তল্লাশি অভিযান। বুধবার ফের বোলপুর এলাকায় অনুব্রত ঘনিষ্ঠ ব্যাক্তিদের বাড়িতে চলে সিবিআই তল্লাশি অভিযান। এবার মৎস্য দপ্তরের কর্মী সুদীপ্ত রায়, অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মনীশ কোঠারীর বাড়িতে শুরু করে তল্লাশি। একই সাথে স্থানীয় কাউন্সিলার দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুন এবং ব্যবসায়ী সুজিত দে ওরফে দোলন এর বাড়িতে ও হানা দেয় সিবিআই দল। এদিন তৃণমূল কংগ্রেসের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুনকে আটক করল সিবিআই, এলাকায় তিনি অনুব্রত মন্ডলের ছায়াসঙ্গী হিসাবে পরিচিত। তাঁকে অনুব্রত মন্ডলের বাড়িতে যেমন প্রায় সময় দেখা যেত, তেমনি তার উপর বিভিন্ন কাজের দায়িত্বও ছিল, এবারেই প্রথম কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ, আত্মীয় সহ বিভিন্ন ব্যাবসায়ীর উপর যেমন সিবিআই এর নজর রয়েছে তেমনি তাদের সম্পত্তি ও আয়ের উৎসের খোঁজে নিয়মিত চালাচ্ছেন তল্লাশি অভিযান।