শম্ভুনাথ সেনঃ
বীরভূমের রামপুরহাট পুরসভার উদ্যোগে পূর্বাঞ্চল আনন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় আজ রামপুরহাটে উদ্বোধন হলো ভবঘুরেদের জন্য আবাসস্থল “ক্ষণিকা”। ফিতে কেটে এই ক্ষণিকা ভবনের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি স্পিকার তথা স্থানীয় বিধায়ক ড. আশীষ ব্যানার্জি। উপস্থিত ছিলেন রামপুরহাট পুরসভার পুরপিতা সৌমেন ভকত, পূর্বাঞ্চল আনন্দ ফাউন্ডেশন এর সেক্রেটারি অরিন্দম ব্যানার্জি, কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি শেখ আজিজুল হক প্রমুখ। উল্লেখ্য, প্রায় বছর দেড়েক আগেই সরকারী উদ্যোগে ভবঘুরেদের থাকার জন্য একটি গৃহ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। এই আবাসস্থলের শিলান্যাস করেন আশীষবাবু।আজ এই উদ্যোগের সফল রূপায়নে উপস্থিত সকলেই সাধুবাদ জানিয়েছেন। উল্লেখ্য, রামপুরহাট পুরএলাকার অন্তত ৫০ জন সহায় সম্বলহীন ভবঘুরেদের জন্য এখানে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হবে। তাদের জন্য নেওয়া হবে নানা উদ্যোগ। পরে তাদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে দেওয়া হবে বলে বক্তব্যে পুরপিতা জানিয়েছেন।