বীরভূমের খয়রাশোলে বিজেপির “বিক্ষোভ সমাবেশে” আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

শম্ভুনাথ সেনঃ

বীরভূমে এখন চরম রাজনৈতিক অস্থিরতা। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হয়ে এখন জেলে। জেলার আরো অনেক তৃণমূল নেতার বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ মিলেছে সিবিআইয়ের হাতে। তেমন সময়ে বীরভূমে বিজেপির রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এই কর্মসূচি অনুযায়ী আজ বীরভূম জেলার প্রান্তসীমায় ঝাড়খন্ড লাগোয়া দুবরাজপুর বিধানসভা এলাকার ‘খয়রাশোলে গোষ্ঠডাঙাল মাঠে “চোরদের জেলে ভরো, মমতা গদি ছাড়ো” স্লোগান দিয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বীরভূম জেলা বিজেপি। মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়া বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা সাংসদ লকেট চট্টোপাধ্যায়, জেলার একমাত্র বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা, বীরভূম বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা সহ একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। এদিন বিজেপির এই বিক্ষোভ সমাবেশে বিপুল কর্মী-সমর্থক থেকে সাধারণ মানুষ ভিড় জমায়। তৃণমূলকে কটাক্ষ করে নেতাদের চোর আখ্যা দিয়ে শুভেন্দু জনসভায় দীর্ঘ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *