শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব-কেন্দুলীতে অজয় নদের উপর রয়েছে একটি অস্থায়ী ফেরিঘাট। এখানে একটি স্থায়ী সেতু নির্মাণ হচ্ছে, যদিও এখনো তা সম্পূর্ণ হয়নি। তাই বর্তমানে বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই দুই জেলার যোগাযোগের ভরসা এই ফেরিঘাটটি। প্রতিদিন বীরভূম থেকে যেমন অসংখ্য মানুষ রুটি রুজির টানে শিল্প নগরী দুর্গাপুর যায়, তেমনি পাশাপাশি পশ্চিম বর্ধমানের বিশেষ করে দুর্গাপুর, শিবপুর ওই অঞ্চল থেকে অসংখ্য মানুষ নানান কাজে আসেন বীরভূমে। উল্লেখ্য, বীরভূমে এবার তেমনভাবে বৃষ্টি হয়নি। তাই নদীতে জল ছিল সামান্য। কিন্তু গতকাল ১ সেপ্টেম্বর ঝাড়খন্ড থেকে জল ছাড়ার ফলে অজয় নদের জলস্তর বাড়ে। ভেঙে যায় জয়দেবের এই অস্থায়ী ফেরিঘাটটি। দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় মানুষজন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ঝুঁকি পারাপার। কবে আবার এই ফেরিঘাটটি সচল হয়, সেই অপেক্ষায় দিন গুণছেন এলাকার মানুষ।