
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ময়ূরেশ্বর ১ নং ব্লকের “দক্ষিণগ্রাম” জেলার বুকে অন্যতম তীর্থক্ষেত্র। এখানে রয়েছে কৈলাসপতি আশ্রম। ভক্ত-শিষ্যদের অর্থানুকূল্যে এখানে গড়ে উঠেছে উমা-গোঁসাই মন্দির। আজ ১৭ ভাদ্র শ্রী শ্রী গোঁসাঈচাঁদের ৫৬ তম তিরোধান দিবস উদযাপিত হয়। সকাল থেকেই শুরু হয়েছে হোম-যজ্ঞ, ভোগ-আরতি, নাম-সংকীর্তন। উল্লেখ্য, ১৩৭৩ সনের এমন এক ১৭ ভাদ্র শ্রী শ্রী গোসাঞীচাঁদ প্রভু ভবলীলা সাঙ্গ করেন। রেখে যান অগণিত ভক্ত শিষ্য। আজ গুরুদেব গোঁসাঈচাঁদের তিরোধান দিবস উপলক্ষ্যে সকাল থেকেই ভিড় জমিয়েছেন হাজার হাজার ভক্ত, শিষ্য। দুপুরে কৈলাসপতি আশ্রমে এই পুণ্যার্থীরা একসঙ্গে মহাপ্রসাদ গ্রহণ করেন।