নিজস্ব প্রতিবেদন: ২৪শে মার্চ ২০২২ সিউড়ি সবুজের অভিযান অফিস খোলার সময় অফিস আধিকারিকরা দেখেন যে, সামনের দুটি সি.সি.টিভি ক্যামেরা ভেঙে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সি.সি. টিভি ফুটেজ দেখার পর জানা যায় যে, ১২নম্বর ক্যামেরাটি ২২শে মার্চ ২০২২ বেলা ১০:৫৩ মিনিট নাগাদ এবং ৮ নম্বর ক্যামেরাটি ২৪শে মার্চ ২০২২ সন্ধ্যা ৬:১৩ মিনিট নাগাদ ভাঙা হয়। ২৪শে মার্চ ক্যামেরা গুলি সারিয়ে পুনরায় ইনস্টল করা হয়। ঘটনাটি সিউড়ি থানায় এফ.আই.আর. করা হয় ২৫শে মার্চ ২০২২ এবং তার একটি কপি এস.পি. অফিসে জমা দেওয়া হয়। ঘটনাটি জেলাশাসক মহাশয়কেও অবগত করা হয়। আশ্চর্যজনক ভাবে সেদিনই আবার ১২নম্বর ক্যামেরাটি দুপুর ৩:২২ মিনিট নাগাদ ভাঙা হয়। সি.সি.টিভি ফুটেজগুলি পুলিশ আধিকারিককে পাঠানো হয়েছে। পুরো বিষয়টির তদন্ত চলছে।
