দীপককুমার দাস
দেউচা পাঁচামী প্রস্তাবিত কয়লাখনির জমিদাতাদের জন্য প্যাকেজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্যাকেজ সম্পর্কে সচেতন করতে মঙ্গলবার দুপুরে কয়লাখনি এলাকার জনপ্রতিনিধি, আই. সি. ডি. এস. কর্মী, আশাকর্মীদের নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো প্যাটেলনগর কমিউনিটি হলে। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক (ভূমি ও রাজস্ব) অসীম পাল, জেলা ভূমি ও রাজস্ব আধিকারিক রবিউল ইসলাম, মহঃবাজার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিষেক মিশ্র, ব্লক ভূমি ও রাজস্ব আধিকারিক সব্যসাচী মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাহারা প্রমুখ। প্রস্তাবিত দেউচা পাঁচামী কয়লাখনির জমিদাতাদের প্যাকেজ সংক্রান্ত সচেতনতা শিবিরে উপস্থিত প্রশাসনিক কর্তারা প্যাকেজের বিস্তারিত তথ্য তুলে ধরেন। মহঃ বাজার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিষেক মিশ্র বলেন, কয়লাখনির এলাকার পাঁচটি পঞ্চায়েতের নির্বাচিত সদস্য, আই. সি. ডি. এস. কর্মী, আশাকর্মী এবং এলাকার সাধারণ স্তরের মানুষের কয়লাখনির জন্য প্যাকেজটা কি সেটা বোঝানো হলো।