বিপিন পালঃ
বীরভূম জেলার মানচিত্রে যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে তার অন্যতম খয়রাশোল থানার পাঁচড়া গীতা ভবন। গীতা ভবনের প্রতিষ্ঠার বয়স ৩৬ বছর। প্রতিষ্ঠাকাল থেকে অহরহ চলে আসছে তারকব্রহ্ম নাম সংকীর্তন। গীতা ভবনের প্রতিষ্ঠা করেছিলেন স্বামী সত্যানন্দজী মহারাজ। গীতা ভবনের মূল কাজ গীতার বানী প্রচার, দুঃস্থদের পাশে থাকা, ছাত্রছাত্রীদের পাশে থেকে তাদের সাহায্য করা, রোগীদের বিনামূল্যে ঔষধ দান, বস্ত্রদান। তাছাড়াও নববর্ষ, রথযাত্রা, জন্মাষ্টমী, রাধাষ্টমী, অন্নকূট উৎসব পালন, প্রতি বছর মাঘ মাসে কোনো বছর পাঁচদিন, কোনো বছর নয় দিন, গত বছর গীতা জয়ন্তী উৎসব সহ ১৮ দিনের নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আজ শুভ রাধাষ্টমী ব্রত পালিত হচ্ছে। শাস্ত্রীয় আচার মেনে পালিত হচ্ছে জন্মাষ্টমী ব্রত, দুপুরবেলা ভক্তসেবা, বহু ভক্ত সহকারে চলছে উচ্চৈস্বরে তারকব্রহ্ম নাম সংকীর্তন। আজ রাধাষ্টমীতে ভক্তদের লুচি, আট রকমের কড়কড়ে, সব্জি, ফল, মিষ্টান্ন, সুজি, ভাজা, বঁদে, পায়স সহকারে সুস্বাদু প্রসাদ পেটপুরে সেবা করানো হয়।