দীপক কুমার দাসঃ
পূজোর সময় যাতে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন না ঘটে তার জন্য এলাকাভিত্তিক বিদ্যুৎ লাইনের কাজ চলছে সিউড়িতে। ৪ সেপ্টেম্বর সকালে কাজ চলছিল নেতাজী সুভাষ বাসষ্ট্যান্ড এলাকায়। ট্রান্সফরমারে চেপে কাজ করছিলেন বিদ্যুৎ দপ্তরের এক ঠিকা কর্মী। ১১০০০ ভোল্ট লাইনে কাজের সময় তড়িতাহত হয়ে ট্রান্সফরমারের উপর ঝুলে পড়ে ঐ বিদ্যুৎ দপ্তরের ঠিকা কর্মীর দেহ। মৃত ব্যাক্তির নাম নেপাল বেসরা। বয়স ৩২। বাড়ি তাঁতিপাড়ায়। সেখ ফিরোজ নামে এক ঠিকাদারের অধীনে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন নেপাল। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল বাহিনী। তারা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠায়। এক্ষেত্রে গাফিলতির অভিযোগ উঠেছে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে। রবিবার সকাল ৭:০০-১০:০০ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে ঘোষণা হয় শনিবার। সেই মোতাবেক রবিবার সকাল থেকে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পরও এমন দুর্ঘটনা ঘটে কিভাবে? কাজ চলাকালীন কেন বা কিভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হলো? এমন প্রশ্ন তুলেছেন অনেকেই।