বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এবং বিভিন্ন বিভাগের উদ্যোগে শিক্ষক দিবস উদযাপন

মেহের সেখঃ

৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের DDE বিল্ডিংয়ের অডিটোরিয়াম হলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের উদ্যোগে বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা জ্ঞাপনের আয়োজন করা হয়। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডঃ রমেনকুমার সর, অধ্যাপিকা ডঃ সঙ্গীতা সান্যাল, দর্শন বিভাগের অধ্যাপক ডঃ তোফাজ্জল হোসেন, সংস্কৃত বিভাগের অধ্যাপক ডঃ পার্থপ্রতিম দাস, সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিভাগের অধ্যাপক ডঃ রাজেশ দাস সহ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পঞ্চাশের অধিক অধ্যাপক-অধ্যাপিকা।বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি মনিকাঞ্চন মন্ডল এবং সম্পাদক কাজী আমিরুল ইসলাম জানিয়েছেন শিক্ষক ও শিক্ষিকারা জাতির মেরুদণ্ড। তাদের সংবর্ধনা জানাতে পেরে আনন্দিত। এদিন দুপুর দুটো থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে আলাদা আলাদা ভাবেও শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা ডঃ শ্রাবণী বসু, অধ্যাপক ডঃ শিবব্রত চট্টোপাধ্যায়, অধ্যাপক ডঃ রমেনকুমার সর, অধ্যাপিকা ডঃ সঙ্গীতা সান্যাল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *