
পীযূষ মন্ডলঃ
প্রতি বছর সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ “পুষ্টি সপ্তাহ” হিসাবে পালন করা হয় । সাধারণ মানুষকে সঠিক পুষ্টির প্রয়োজনীয়তা ও তার সার্বিক গুরুত্ব সম্বন্ধে সচেতন করে তোলা ও রাজ্য জুড়ে অপুষ্টির হার কমানো এর অন্যতম লক্ষ্য। মহিলা, বিশেষতঃ গর্ভবর্তী মহিলা প্রসূতি মা এবং শিশুর জন্ম থেকে দু’বছর বয়স অবধি সঠিক মাত্রায় পুষ্টি তার সঠিক বৃদ্ধি ও সুস্থ থাকার অন্যতম হাতিয়ার। অপুষ্টির কারণ যে কেবল খাদ্যাভাব, তা নয় বরং সঠিক সময়ে বয়স অনুযায়ী সঠিক পরিপূরক খাবার না খাওয়ানো, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও সচেতনতার অভাব এর অন্যতম কারণ। অঙ্গনওয়াড়ী কেন্দ্রের মাধ্যমে এই সচেতনতা বৃদ্ধি করে রাজ্যে অপুষ্টির মাত্রা অনেকটাই কম করিয়েছে এবং আরও করতে পারে এমনই রিপোর্ট রাজ্য দপ্তরে। এই বছর সেপ্টেম্বর মাসব্যাপী এই কর্মসূচি সারা রাজ্যে প্রতিপালন করা হবে বলে সূত্রে জানা যায়। ৩ সেপ্টেম্বর বীরভূমের ময়ূরেশ্বর ১ নং সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অন্তর্গত মুরুলিডাঙাল ও তারাপুর অঙ্গনওয়াড়ী কেন্দ্রে অঙ্গনওয়ারী কর্মী, মা ও কিশোরীদের নিয়ে পুষ্টি মাসের অনুষ্ঠান করা হয়েছে৷ উপস্থিত ছিলেন CDPO ময়ূরেশ্বর ১, ICDS সুপারভাইজার ও SAG-KP ও SAG-KP প্রকল্পের দিদিরা৷



