সেখ ওলি মহম্মদঃ
একসময় মাদকের নেশায় আশক্ত হয়ে সমাজ থেকে দূরে সরে গিয়েছিল যুব সমাজ। সমাজে তাঁদের যে একটি ভূমিকা আছে তাঁরা তা জানত না। আর আজ শিক্ষক দিবসের পবিত্র দিনে নেশা থেকে মূল স্রোতে ফিরে এসে রক্তদান করে একটি মহৎ কাজে সামিল হল। আমরা জানি রক্তদান করা মানে ওপর একজনের জীবন বাঁচানো। আর এখন বীরভূম জেলার ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি রয়েছে। তাই আজ শিক্ষক দিবসের দিনে বীরভূম জেলার দুবরাজপুরের পরিবর্তন নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এবং প্রচেষ্টার যৌথ উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় পরিবর্তন নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের হল ঘরে। এদিন এই শিবিরে ৩০ জন রক্তদান করেন। এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী স্বরুপ আচার্য, পরিবর্তন নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের সেক্রেটারী রাহুল গড়াই, প্রচেষ্টার সদস্য অভীক মিশ্র সহ অন্যান্য সদস্যরা। উল্লেখ্য, এখানে বীরভূম ছাড়াও ভিন জেলার একাধিক মানুষ রয়েছেন যাঁরা ড্রাগের নেশায় আশক্ত। তাই তাঁদের এখানে কাউন্সিলিং করে মূল স্রোতে ফিরিয়ে আনা হয়। এখান থেকে যাঁরা ড্রাগের নেশা থেকে দূরে সরে মূল স্রোতে ফিরিয়ে এসেছে তাঁরাই আজ রক্তদান করলেন।