সেখ রিয়াজুদ্দিনঃ
সিপিআইএম প্রভাবিত ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন এর ২০ তম বীরভূম জেলা সম্মেলন উপলক্ষে সোমবার প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হয় লোহাপুর কাটাগরিয়া মোড় সংলগ্ন ময়দানে। সম্প্রীতি ও গনতন্ত্রের লড়াইকে ভিত্তি করে, গড়ে তোলো কাজের অধিকারের লড়াই। এই শ্লোগানে এবং প্রকাশ্যে জনসভা সংগঠিত করে শুরু করেন জেলা সম্মেলন কর্মসূচি। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জী, সংগঠনের রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা সহ জেলার অন্যান্য নেতৃত্ব। যুব নেত্রী মীনাক্ষী মুখার্জী তার স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতা মন্ত্রীদের যেমন একহাত নেন পাশাপাশি রাজ্য পুলিশের উপরেও একরাশ ক্ষোভ উগরে দেন তার বক্তব্যের মাধ্যমে। আজ ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন হচ্ছে অথচ বহু মেধাবী চাকরি প্রার্থী টাকা দিতে পারেনি বলে তাদের চাকরি হয়নি। সাদা খাতা জমা দিয়ে চেয়ারে বসে যারা শিক্ষকতা করছেন তাদের আমরা আর চেয়ারে বসতে দেব না। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত থেকে এমএলএ, এমপি, নেতা সহ সমস্ত চোরদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে তাদের কঠোরতম শাস্তির দাবিতে। আনিস খান হত্যার বিষয়েও রাজ্য পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন পুলিশ জিঙ্গাসা করার নামে ছাদ থেকে ঠেলে ফেলে দেয়, যারফলে তার মেরুদণ্ড সহ শরীরের অনেকাংশে ভাঙার চিহ্ন পাওয়া যায় এমনকি পোস্টমর্টেম রিপোর্টেও তার প্রমাণ পাওয়া গেছে। আগামী দিনে চড়াম চড়াম ঢোল বাজবে না, বীরভূমে আমরা রাস্তায় আছি, লড়াইয়ে আছি বলে সভা থেকে বার্তা দেন বক্তারা।