সেখ ওলি মহম্মদঃ
কয়লা পাচারকারীদের রুখতে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে লাগাতার অভিযান চালানো হচ্ছে। তাই ৬ সেপ্টেম্বর রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে বীরভূম জেলার দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেনের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী হানা দেয় দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের ঘাটগোপালপুর গ্ৰামে। ঐ গ্ৰামেরই বাসিন্দা সাদ্দাম খান তাঁর বাড়িতে বিপুল পরিমানে কয়লা অবৈধভাবে মজুত করে রেখেছিলো। পুলিশ গ্ৰামে ঢুকতেই চম্পট দেয় সাদ্দাম খান। সাদ্দাম খানের বাড়িতে অবৈধভাবে মজুত করা কয়লা বাজেয়াপ্ত করে দুবরাজপুর থানার পুলিশ। প্রায় পঞ্চাশ টন কয়লা মজুত ছিলো সাদ্দাম খানের বাড়িতে। অবৈধভাবে মজুত করে কয়লা পাচারের ব্যবসা করতো বলে জানা গেছে পুলিশ সূত্রে। পলাতক সাদ্দাম খানের খোঁজে দুবরাজপুর থানার পুলিশ। সেই সঙ্গে অবৈধভাবে কয়লা পাচার রুখতে বদ্ধপরিকর বীরভূম জেলার পুলিশ।