বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বীরভূমের তারাপীঠে

শম্ভুনাথ সেনঃ

গতকালই একগুচ্ছ কর্মসূচি নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ আসেন বীরভূমের তারাপীঠে। আজ ৭ সেপ্টেম্বর প্রাতঃভ্রমনের পর চা চক্রে অংশ নেন। তারাপীঠ পুর্বসাগর মোড়ে একটি চায়ের দোকানে বসে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে চা চক্র শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ বাবু। উল্লেখ্য, অনুব্রত মন্ডলকে আজ আসানসোল সিবিআই আদালতে তোলা হবে, এই গ্রেফতারি প্রসঙ্গে তিনি বলেন, নিজের নামে সম্পত্তি নেই মানেই সম্পত্তি নেই এমনটা নয়। এত গাড়ি, বাড়ি, চালকল টাকা পয়সা কিভাবে এলো? উনি যা বলছেন কোর্টে প্রমান করতে হবে। আর গ্রেফতার হলেই সবাই বলে রাজনৈতিক চক্রান্ত। অন্যদিকে ভোট পরবর্তী হিংসা মামলায় আগেই CBI এর উপর আস্থা হারিয়ে মুখ খুলেছিলেন দিলীপ ঘোষ। আর তারপর থেকেই রাজ্য জুড়ে CBI এর বেশ কয়েকটি মুভমেন্ট দেখা গিয়েছে। গ্রেফতার করা হয়েছে অনেককে। এই প্রসঙ্গে দিলিপবাবু বলেন, শুধু ডাকাডাকি করলে হবে না সাজা দিতে হবে। না হলে মানুষের বিশ্বাস হারিয়ে যাবে! দুষ্কৃতকারি খুন করে দেবে, দেশে কোনো আইন নেই, সাজা নেই! আর সেটা করেই দেখাতে হবে বলে তিনি দাবি তোলেন। এরপর বেলা সাড়ে নটা নাগাদ তারাপীঠে “মাতারার” মন্দিরে তিনি পুজো দেন। সঙ্গে ছিলেন সাংসদ লকেট চ্যাটার্জী, বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা প্রমুখ। দুপুরে রামপুরহাট শ্রীফলা মোড় থেকে বিজেপির কর্মী সমর্থক নিয়ে একটি বিশাল মিছিল এলাকা পরিক্রমা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *