সেখ রিয়াজুদ্দিনঃ
WBCSSC ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীরা ৭ সেপ্টেম্বর বীরভূম বিদ্যালয় পরিদর্শক অফিসে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্মারক লিপি জমা দেন। মঞ্চের পক্ষ থেকে দাবি যে, উচ্চ ন্যায়ালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায় বহু অযোগ্য প্রার্থীদের নিয়োগ করা হয়েছে। অযোগ্য প্রার্থীরা নিযুক্ত হওয়ার ফলে যোগ্য অনেকেই রয়েছেন যারা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন এবং তাদের বর্তমান অবস্থা খুবই সংকটজনক। এই পরিস্থিতিতে যোগ্য প্রার্থীদের অবিলম্বে চাকরিতে নিয়োগের ব্যবস্থা করা। তাদের আরো দাবি, পূজোর আগেই যেন তাদের যোগ্যতা অনুযায়ী চাকরিতে নিযুক্ত করা হয়। ২০১৬ সালের WBCSSC পরীক্ষায় এই সকল প্রার্থীরা ওয়েটিং লিস্টে রয়েছেন। সিউড়িতে ৭ সেপ্টেম্বর প্রায় ৪০ জন প্রার্থী বিক্ষোভ মিছিল সহকারে তাদের দাবি দাওয়া সম্বলিত স্মারক লিপি তুলে দেন ডিআই অফিসে।