শম্ভুনাথ সেনঃ
আজ ৮ সেপ্টেম্বর “আন্তর্জাতিক সাক্ষরতা দিবস”। বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে জেলা জুড়ে দিনটি নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়। মূল অনুষ্ঠানটি হয় জেলা সদর সিউড়িতে। সিধু কানু মঞ্চ থেকে ট্যাবলো সহযোগে ছাত্র-ছাত্রীরা পদযাত্রায় শহর পরিক্রমা করে। পরে ডিআরডিসি হলে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায়, অতিরিক্ত জেলাশাসক কৌশিক সিনহা, সিউড়ি সদর মহকুমা শাসক অনিন্দ্য সরকার সহ জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক ও সেকেন্ডারী) সমরেন্দ্রনাথ সাঁতরা, চন্দ্রশেখর জাউলিয়া বীরভূম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তথা শিক্ষাবিদ পার্থসারথি মুখোপাধ্যায় প্রমুখ। এদিন করোনায় স্বজনহারা ছাত্র-ছাত্রীদের হাতে রাখি পরিয়ে দেওয়া হয়, তুলে দেওয়া হয় বই। শেষে সাক্ষরতা সচেতনতার উপর বীরভূম সংস্কৃতি বাহিনীর একটি পুতুল নাটক মঞ্চস্থ হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরুন দাস ও নিবেদিতা লাহিড়ী।