সেখ রিয়াজুদ্দিনঃ
কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। পূজোর কেনাকাটা করে পরিবার পরিজনদের মুখে হাসি ফোটানো তো দূরঅস্ত সংসার চালাতেই এখন সংকটাপন্নের মুখে সিউড়ি সেচ দপ্তরের অধীনে কর্মরত নিরাপত্তা রক্ষীরা। দীর্ঘ ছয়মাস যাবৎ তারা বেতন থেকে বঞ্চিত রয়েছে বলে জানা যায়। সেই সমস্ত বকেয়া বেতন আদায়ের দাবিতে সিউড়ি সেচ দপ্তরের মূল দরজার সামনে বৃহস্পতিবার বিক্ষোভ অবস্থান শুরু করে সেচ দপ্তরের নিরাপত্তা রক্ষীরা। সেই সাথে নির্বাহী বাস্তূকারের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। তাদের দাবি কাজ করছি অথচ বেতন পাচ্ছি না দীর্ঘ ছয়মাস ধরে, এজন্য সংসার চলছে না, এরপর হয়তো বিষ খেয়ে মরতে হবে। বারবার আধিকারীকে জানানো সত্বেও ছয় মাস ধরে কোন প্রকার বেতন দিচ্ছে না। সেচ দপ্তরের নির্বাহী বাস্তুকার এর কাছে ডেপুটেশন দিয়ে জানতে চাই যে কবে বেতন পাওয়া যাবে। নির্বাহী বাস্তুকার সেচ দপ্তর সন্দীপ দাস বিক্ষোভকারীদের জানিয়েছেন তারা সমস্ত কাগজপত্র উপমহলে জানিয়ে দিয়েছেন বলে আন্দোলনকারীরা জানান। নিরাপত্তা রক্ষীদের তরফ থেকে জানানো হয়েছে যতক্ষণ না বেতন বিষয়ে সমাধান হচ্ছে ততক্ষণ অফিসের সামনে বিক্ষোভ অবস্থান চালিয়ে যাওয়া হবে।