সেখ রিয়াজুদ্দিনঃ
শুক্রবার বাংলা সংস্কৃতি মঞ্চের বীরভূম জেলা শাখার মুরারই দু নম্বর ব্লকের হরিশপুর ইউনিটের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি ও পালন করা হয়। জেলার ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট নিরসনে তথা থ্যালাসেমিয়া গ্রস্ত ব্যাক্তিদের কথা মাথায় রেখে সংস্থার এরূপ উদ্যোগ বলে জানা গেছে। এদিন শিবিরে ৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সংস্থার পক্ষ থেকে সবুজের বার্তা দিতে এদিন প্রতিটি রক্ত যোদ্ধার হাতে চারা গাছ তুলে দেওয়া হয়। বাংলা সংস্কৃতি মঞ্চের অঙ্গীকার আগামীতে যে সমস্ত এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় না সেই সমস্ত এলাকাগুলোকে টার্গেট নেওয়া হয় রক্তদান শিবির করার। শিবিরে উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতি মঞ্চের সহযোদ্ধা ও বিশিষ্ট বিজ্ঞানী ডঃ মুনকির হোসেন, প্রণব কুমার ঘোষ, মফিদুল হাসান মুক্তা সহ বহু বিশিষ্ট সমাজসেবীগণ।