শম্ভুনাথ সেনঃ
ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রকে অপহরণ করে খুন করা হয়েছে। বীরভূমের ইলামবাজার থানার চৌপাহারি জঙ্গল থেকে আজ তার দেহ উদ্ধার করা হয়। গলার নলি কেটে খুন করা হয়েছে বলে তার পরিবারের অভিযোগ। ঐ ছাত্রের নাম সৈয়দ সালাউদ্দিন। বাড়ি বীরভূমের খয়রাশোল থানার আহমদপুর গ্রামে। ব্যবসা সূত্রে বর্তমানে ওই পরিবার মল্লারপুরে থাকতো। খুন হওয়া ছাত্র সৈয়দ সালাউদ্দিন এর বন্ধু শেখ সলমানকে গ্রেফতার করেছে পুলিশ। বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি জানান, সলমান ৫% সুদে প্রায় ৩০ লক্ষ টাকার লোন নিয়েছিল বাজার থেকে। সেই টাকা শোধ করতে পারছিল না। তাই সৈয়দ সালাউদ্দিনকে অপহরণ করেছিল। টাকাটা ম্যানেজ করার জন্য। টাকা না দিতে পারায় ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র সৈয়দ সালাউদ্দিনকে খুন করে তার বন্ধু সালমান শেখ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে সালাউদ্দিন আসানসোলের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করত। বন্ধুদের সঙ্গে পিকনিকে যাবে বলে আগাম জানিয়েছিল বাড়িতে। এরপর শনিবার রাত সাড়ে বারোটা নাগাদ তার বাবার কাছে একটি ফোন আসে। তার ছেলেকে অপহরণ করা হয়েছে বলে ফোনে জানায়। মল্লারপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। মৃতের ফোনের টাওয়ার লোকেশন চিহ্নিত করে চৌপাহারি জঙ্গল থেকে দেহ উদ্ধার করে পুলিশ। পরিকল্পনা মাফিক খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান।