দিদি ও মোদী নিয়ে কটাক্ষ বীরভূমে, কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর

সেখ রিয়াজুদ্দিনঃ

শনিবার বীরভূম জেলা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন স্তরের দলীয় কর্মীদের নিয়ে কর্মীসভার পর রামপুরহাট পৌরসভার মাঠে একটি সভার ও আয়োজন করা হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। এছাড়াও ছিলেন প্রাক্তন বিধায়ক মিল্টন রসিদ, বীরভূম জেলা কংগ্রেস কার্যকারী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা সহ অন্যান্য জেলা নেতৃত্ব। এদিন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন একদিকে দিদি অন্যদিকে মোদী দুজনের চলছে লড়াই- “হাম কিসিসে কমনেহী”। একজন সিবিআই এর পরিচালক তো অন্যজন সিআইডি পরিচালক তাহলে এতদিন বালি, কয়লা, গরু পাচারের ক্ষেত্রে চুপ করে বসেছিলেন কেন। আনিস খান হত্যা সম্পর্কে বলেন সে ছিল একজন প্রতিবাদি যুবক, রাজ্য পুলিশ দিয়ে তাকে হত্যা করা হলো, সাধারণ পুলিশ কর্মীদের ঘাড়ে দোষ চাপিয়ে সহানুভূতি দেখালেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *