সেখ রিয়াজুদ্দিনঃ
বীরভূম জেলার সিউড়ি পৌরসভার চেয়ারম্যান এর নিকট আইএনটিইউসি অনুমোদিত সিউড়ি পৌর মজদুর কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে স্মারকলিপি প্রদান করা হয় সোমবার। এদিন সিউড়ি জেলা স্কুল মাঠ থেকে পৌর মজদুর কংগ্রেসের ব্যানারে সাফাই কর্মীরা এক মিছিল সহকারে সিউড়ি পৌরসভার চেয়ারম্যানের নিকট তাদের সাত দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন। দাবিগুলোর মধ্যে ছিল দীর্ঘদিন কর্মরত অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সম কাজে সম বেতন, সাফাই কর্মীদের বাসস্থানের ব্যবস্থা করা, অস্থায়ী কর্মীদের প্রভিডেন্ট ফান্ড, পেনসন, সামাজিক সুরক্ষা এবং আসন্ন পুজোর আগে বোনাসের ব্যবস্থা গ্রহণ। আইএনটিইউসির জেলা সভাপতি মৃণাল কান্তি বসু তার বক্তব্যে উল্লেখ করে বলেন দীর্ঘদিন ধরে এই সাফাই কর্মীরা সিউড়ি শহরে পরিষেবা দিয়ে আসছে অথচ তাদের মজুরি খুব কম, যা বর্তমান বাজার অনুপাতে সংসার চালানো কষ্টকর। স্থায়ীকরণ, প্রভিডেন্ট ফান্ড, পেনশন, বোনাস ইত্যাদির সুযোগ সুবিধা প্রদানের দাবিতে আজকের পৌর মজদুর কংগ্রেসের এই কর্মসূচি।