বীরভূমের কুমোরটুলিতে এবার তৈরি হচ্ছে ৭৪টি দুর্গা প্রতিমা, বৃষ্টিতে চিন্তায় মৃৎশিল্পীরা

দীপক কুমার দাসঃ

বীরভূমের কুমোরটুলি বলে খ্যাত মহঃবাজার থানার রঘুনাথপুর গ্রাম। আর এই গ্রামের খ্যাতি ছড়িয়ে পড়েছিল মৃৎশিল্পী গদাধর সূত্রধরের আমল থেকে। পরবর্তীতে তার ছেলেরা ও পরিবারের সদস্যরা যুক্ত আছেন প্রতিমা তৈরির কাজে। গত দু’বছর করোণার কারণে প্রতিমা তৈরির বরাত কিছুটা কমলেও এবার আবার বেড়েছে। কিন্তু গত তিনদিনের দফায় দফায় বৃষ্টিতে মূর্তি তৈরীর কাজে সমস্যা দেখা দিচ্ছে। বিশ্বকর্মা পুজোর আর মাত্র চারদিন বাকি। এবার ৬৮টি বিশ্বকর্মা প্রতিমা তৈরির বরাত পেয়েছেন তারা। কিন্তু বৃষ্টির কারণে প্রতিমার রঙের কাজ এখনো শুরু করা সম্ভব হয়নি। এদিকে নবকুমার সূত্রধর, অশোক সূত্রধর, নিতাই সূত্রধর, গৌর সূত্রধর, মণিকাঞ্চন সূত্রধর এবার তৈরি করছেন ৭২টি দুর্গা প্রতিমা। সূত্রধর পরিবারের ১৬জন যুক্ত আছেন এই প্রতিমা তৈরির কাজে। এমতাবস্থায় আবহাওয়া এমন হওয়ায় প্রতিমা ঢাকতে হচ্ছে ত্রিপল দিয়ে। মৃৎশিল্পী মণিকাঞ্চন সূত্রধর বলেন, টানা বৃষ্টির কারণে প্রতিমা শুকোতে দেরি হচ্ছে, বারবার লোডশেডিং হচ্ছে। এরফলে কাজে ব্যাঘাত ঘটছে। এবারের প্রাকৃতিক এই বিপর্যয়ের ফলে কপালে চিন্তার ভাঁজ রঘুনাথপুরের মৃৎশিল্পীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *