শম্ভুনাথ সেনঃ
বীরভূম জেলা জুড়ে আজ ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে “নির্মল বিদ্যালয় পাক্ষিক” অভিযান। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোথাও কোথাও শোভাযাত্রা নিয়ে গ্রাম পরিক্রমা করে। সুন্দর পরিবেশ, সুস্থ সমাজ গড়ার ডাক দেয় পড়ুয়ারা। এই অভিযান চলবে আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। জেলার ময়ূরেশ্বর চক্রের উলকুণ্ডা প্রাথমিক বিদ্যালয়, দুবরাজপুর চক্রের গড়গড়া জগদীশচন্দ্র ঘোষ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়, লাভপুর চক্রের মোহদরি প্রাথমিক বিদ্যালয়ের সেই ছবি ধরা পড়েছে জেলার সেরা সাপ্তাহিকী নয়াপ্রজন্মের পাতায়। এই ১৫ দিন ধরে রয়েছে নানান কর্মসূচি। সবুজায়ন, জল সংরক্ষণ, মাঠে ঘাটে পায়খানা পরিত্যাগ না করা, যত্র-তত্র ময়লা আবর্জনা না ফেলা, ডেঙ্গু ও মশাবাহিত রোগের হাত থেকে রেহাই পেতে জল জমতে না দেওয়া, ইত্যাদি বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে চলবে এই নির্মল পাক্ষিক অভিযান। শিক্ষক-শিক্ষিকা থেকে পড়ুয়ারা খুব আনন্দের সাথে এই অভিযানকে সফল করার ডাক দিয়েছে।