থ্যালাসেমিয়া পরীক্ষা ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হল বীরভূমের লাভপুর ব্লকের মহোদরী গ্রামে

শম্ভুনাথ সেনঃ

উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একটি রক্তের রোগের নাম “থ্যালাসেমিয়া”। থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ। রক্তে হিমোগ্লোবিনের উৎপাদন ত্রুটির কারণেই এই রোগ হয়ে থাকে। মা ও বাবা দুজনই থ্যালাসেমিয়া রোগের বাহক হলে তাদের সন্তান থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বেশি। আর সেজন্যই সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করলে থ্যালাসিমিয়া রোগ কমানো যায়। দিন দিন থ্যালাসেমিয়া নিয়ে মানুষের সচেতনতা বাড়ছে। বিশেষকরে স্কুল এবং কলেজ পড়ুয়াদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে পারলে এই রোগ থেকে প্রতিকার পাওয়া সম্ভব। বীরভূমের লাভপুর ব্লকের মহোদরী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায়, সিউড়ি সদর হাসপাতাল ও “অন্য বসন্ত” নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় আজ ১৫ সেপ্টেম্বর থ্যালাসেমিয়া পরীক্ষা ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। মহোদরী উচ্চ বিদ্যালয় এর নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর অন্তত ২০০ জন ছাত্র-ছাত্রীরা আজ উৎসাহের সঙ্গে থ্যালাসেমিয়া পরীক্ষার জন্য রক্ত দেয়। এক মাসের মধ্যেই তাদের হাতে রিপোর্ট কার্ড তুলে দেওয়া হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়। এদিন বক্তারা পড়ুয়াদের কাছে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সতর্কতা ও সাবধানতা এবং প্রতিকার নিয়ে সচেতনতার বার্তা দেন। বিবাহের আগে রক্ত পরীক্ষা কেন জরুরি তা নিয়েও বক্তব্য তুলে ধরেন চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *