সুজাতা সাহা দাসঃ
দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে শুরু হল নির্মল বিদ্যালয় পাক্ষিক কর্মসূচী। শিশুরা যেহেতু আগামীর ভবিষ্যৎ তাই সুস্থ পৃথিবী গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের সামিল করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত একপক্ষকালব্যাপী এই কর্মসূচী চলবে বিদ্যালয়গুলিতে। প্রথম দিনের কর্মসূচী হল জলসংরক্ষণ এবং বৃষ্টির জল ধরে রাখা নিয়ে বিদ্যালয়ের ভূমিকা। ব্যানার এবং প্ল্যাকার্ড সহযোগে শোভাযাত্রা, বর্জ্য পদার্থকে সম্পদে পরিণত করা, প্লাস্টিক বর্জন, সবুজায়ন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, বসে আঁকা প্রতিযোগীতা—এই সব বিষয়ে আলোচনার মধ্য দিয়ে এই কর্মসূচী পালন করা হবে।