
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের রসায়ন বিভাগের উদ্যোগে এবং জয়েন্ট এডুকেশন প্যানেল-এর সহযোগিতায় হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের রামরঞ্জন সেমিনার কক্ষে ১৫-১৬ সেপ্টেম্বর-২০২২ দুই দিন ব্যাপী এক লেকচার ওয়ার্কসপ অনুষ্ঠিত হল। এই কর্মশালায় বীরভূমের বিভিন্ন কলেজের রসায়ন সান্মানিক, স্নাতক অন্তত ১৫০ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। অনুষ্ঠানটির উদ্বোধন করেন হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের অধ্যক্ষ ডঃ গৌতম চ্যাটার্জি। তিনি জানান এইরকম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বরা আমাদের মতো গ্রামীণ কলেজে এসে যেভাবে আমাদের কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন তা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। অনুষ্ঠানের কো-অরডিনেটর রসায়ন বিভাগের অধ্যাপক ডঃ লালনচন্দ্র মন্ডল জানান যে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডঃ সমরেশ ভট্টাচার্য এই ওয়ার্কসপটির কনভেনর-এর দায়িত্ব পালন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন খড়্গপুর আইআইটির অধ্যাপক তন্ময় পাঠক, যাদবপুর কালটিভেশন অফ সায়েন্স-এর অধ্যাপক প্রশান্ত কুমার দাস এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবজ্যোতি ঘোষাল।


