সেখ রিয়াজুদ্দিনঃ
ডিস্ট্রিক্ট লিগ্যাল অথরিটির উদ্যোগে শুক্রবার বীরভূমের সিউড়ি এক নম্বর ও দু নম্বর ব্লকের অন্তর্গত সমস্ত গার্লস স্কুল সহ অন্যান্য স্কুলের মেয়েদেরকে নিয়ে সিউড়ি ডিএলএসএ এর কনফারেন্স রুমে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসট্রিক্ট লিগ্যাল অথরিটির সেক্রেটারি ও জজ দেবজ্যোতি মুখার্জী, জে জে বি জর্জ জয়দীপ ভট্টাচার্য এবং পার্শ্ব আইনি সহায়ক মহম্মদ রফিক সহ বিভিন্ন স্কুলের শিক্ষিকাগন। এদিন অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় ছিল বাল্যবিবাহ রোধ, শিশু শ্রমিক, নারী নির্যাতন, পস্কো আইন, ট্রাফিকিং ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়। এছাড়াও কোনো মহিলা অ্যাসিড আক্রান্ত হলে কি কি ভাবে DLSA আইনি ও আর্থিক সহায়তা পেতে পারে সেবিষয়ে বিস্তারিত জানানো হয়।