সেখ রিয়াজুদ্দিনঃ
অনুব্রত কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করতে শুক্রবার তাদের বোলপুর নীচুপট্টীর বাড়িতে পৌঁছে যান তদন্তকারীরা। উল্লেখ্য গত ১৭ আগস্ট অনুব্রত-কন্যাকে জিজ্ঞাসাবাদ করতে এসেও ফিরে যেতে হয় তদন্তকারীদের। সেসময় সিবিআই আধিকারিকদের সুকন্যা জানিয়েছিলেন যে, তাঁর মানসিক অবস্থা ভাল নয়। এবার জিজ্ঞাসাবাদের জন্য সমস্ত রকম আইনি প্রক্রিয়া সেরে গিয়েছেন এবং জিজ্ঞাসাবাদ শুরু করেন বলে জানা গিয়েছে। অনুব্রত মন্ডলকে গ্রেফতারের পর তার একাধিক সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন তদন্তকারীরা। বীরভূমের একাধিক চালকলেও হানা দেন তদন্তকারীরা যার মধ্যে অন্যতম ‘ভোলে বোম রাইস মিল’। ওই চালকলের প্রাক্তন মালিক শ্যামল মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল সিবিআই এর বোলপুর অস্থায়ী ক্যাম্পে। সুকন্যাকে জিজ্ঞাসাবাদের পর তদন্তকারী প্রতিনিধি দল চলে যায় বোলপুর পোস্ট অফিসে,সেখান থেকে বোলপুর সাব রেজিস্ট্রি অফিসে। সন্ধ্যায় মুলুকে অবস্থিত ভারত সেবা সংঘে পৌঁছেন এবং সেখানে জমি সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নেন বলে জানা যায়। এছাড়াও ভোলে বোম রাইস মিলের শ্যামল মন্ডল, অনুব্রত মণ্ডলের হিসেব রক্ষক মনীশ কোঠারি, ইলেকট্রিক সাপ্লাইয়ের ম্যানেজার কেও শান্তিনিকেতনের রতন কুটি সিবিআই-এর অস্থায়ী ক্যাম্প অফিসে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা যায়।