দীপককুমার দাসঃ
পাঁচ মাথা, দশ হাতের বিশ্বকর্মা প্রতিমাতেই এবার নজর সিউড়িবাসীর। বিশ্বকর্মা প্রতিমার দুই দিকে শুঁড় উচিয়ে আছে দুটি হাতি। বিশ্বকর্মা প্রতিমার পায়ের কাছে রয়েছে একটি সাদা হাঁসও। এবার এই প্রতিমা শোভা পাচ্ছে সিউড়ি অগ্নিনির্বাপণ দপ্তরের পুজো মন্ডপে।এছাড়া আটচালার আদলে মন্ডপও নজর কাড়ছে দর্শনার্থীদের। সিউড়ি অগ্নিনির্বাপক দপ্তরের অফিসার ইনচার্জ গৌরাঙ্গ নাইয়া জানান, বিশ্বকর্মা এখানে ব্রম্ভ স্বরূপ। আর পাঁচটি মুখ যার নাম হলো সদ্যোজাত, বামদেব, অঘোর, তৎপুরুষ, ঈশান। এই পাঁচমুখ থেকে জন্মান ময়, মনু, তষ্ট্রা, শিল্পা ও দৈবজ। তাদের সঙ্গে থাকা বাহন হাঁস জ্ঞানের প্রতীক। এখানে বিশ্বকর্মা জ্ঞানের প্রতীক। সিউড়িতে দমকল বিভাগের জন্মলগ্ন থেকে পুজো হয়ে আসছে। ২০১২ সাল থেকে পুজো জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হয়ে আসছে। এবারের পুজো দেখতে প্রচুর মানুষ ভিড় করবেন বলে আশা করছেন কর্তৃপক্ষরা।