
সেখ ওলি মহম্মদঃ
বিশ্বকর্মা পুজোর দিনে বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার উদ্যোগে কাউন্সিলারদের জন্য একটি নতুন কক্ষের উদ্বোধন করা হল। এদিন দুবরাজপুর পৌরসভার ১৬ টি ওয়ার্ডের কাউন্সিলারদের জন্য এই নব নির্মিত কক্ষের উদ্বোধন করেন পৌর প্রধান পীযূষ পাণ্ডে। তিনি জানান, আজকের শুভ দিনে কাউন্সিলারদের জন্য সাড়ে ৬ লক্ষ টাকা ব্যয়ে এই কক্ষটির উদ্বোধন করা হল। এই পৌরসভায় কাউন্সিলারদের জন্য স্থায়ী কোনো কক্ষ ছিল না। এই কক্ষটি হওয়ায় কাউন্সিলাররা এসে কাজ করতে পারবেন।