
উত্তম মণ্ডলঃ
পুজো আসছে, কিন্তু পুজোয় অভাবী পরিবারের ছেলে-মেয়েদের সবার নতুন জামা জোটে না। এই অবস্থায় তাদের পাশে নতুন জামা নিয়ে দাঁড়িয়েছে রাজনগর ড্রামাটিক ক্লাব ও রাজভূমি ফাউন্ডেশন। এদের উদ্যোগে আজ প্রথম পর্বে রাজনগর ব্লকের পাহাড়িপাড়া গ্রামের কচিকাঁচাদের কাছে পৌঁছে গেল নতুন জামা। এগুলো বিভিন্ন শুভানুধ্যায়ী ব্যক্তিদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এভাবেই অভাবী পরিবারের শিশুরাও আর মন খারাপ করে ঘরে বসে না থেকে ঠাকুর দেখতে বেরোবে। নিষ্পাপ শিশুদের মুখের হাসি ছড়িয়ে পড়বে প্যাণ্ডেলে প্যাণ্ডেলে।