দুঃস্থ মেধাবী ছাত্রী সোনিয়ার পাশে অল ইণ্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

সুজাতা সাহা দাসঃ

All India Panjab National Bank Offices Association-এর উদ্যোগে কড়িধ্যা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের দুঃস্থ ও মেধাবী ছাত্রী সোনিয়া দাস সংবর্ধিত হল কলকাতায়। পাঞ্জাব ন্যাশন্যাল ব্যাঙ্কের জেনারেল সেক্রেটারী (All India Panjab National Bank Offices Association) মি. দিলীপ দাস দ্বাদশ উত্তীর্ণ ছাত্রী সোনিয়ার হাতে মাসিক এক হাজার টাকার আর্থিক অনুদান তুলে দেন তার পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখার জন্য। এর আগে ৭ আগস্ট ২০২২ সালে বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে ব্যাঙ্কের 25th Felicitation Ceremony for Brilliant Students Annual General Body Meeting-এ সোনিয়াকে সংবর্ধিত করা হয় এবং এককালীন ৭০০০টাকা তার হাতে তুলে দেওয়া হয়। সেইসঙ্গে তার হাতে তুলে দেওয়া হয় পড়াশোনার নানা সামগ্রী। মেধাবী, পড়াশোনায় আগ্রহী ছাত্রী সোনিয়ার পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও এগিয়ে এসেছে। ‘বীরভূম লালমাটির দেশ’  এবং ‘নতুন সকাল’ আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। নতুন সকাল ১৮ সেপ্টেম্বর এককালীন ৩০০০টাকা এবং একটি গাছের চারা সোনিয়া দাসের হাতে দেন। সমস্ত কর্মকাণ্ডের জন্য পাঞ্জাব ন্যাশন্যাল ব্যাঙ্কের সিউড়ি শাখার ডেপুটি ম্যানেজার তুহিন কুমার দাসকে সোনিয়ার পরিবার ও বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এআই শিখুন, জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যান!


এআই কোর্স: ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের জন্য সম্পূর্ণ গাইড! Zed Age Infotech এর তরফ থেকে প্রথমবার বীরভূম জেলায়! আপনি কি ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষক নাকি ছাত্র/ছাত্রী? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) আপনার কাজ এবং লেখাপড়াকে আরও সহজ এবং কার্যকর করতে পারে! Zed Age Infotech এর নতুন এআই কোর্সে যোগ দিন! বিশদ জানতে কল করুন 9474413998 নম্বরে অথবা নাম নথিভুক্ত করতে নীচের লিঙ্কে ক্লিক করুন।

This will close in 120 seconds