দীর্ঘদিন রাস্তা মেরামতি না হওয়ায় পথ অবরোধ গ্রামবাসীদের

সেখ ওলি মহম্মদঃ

বেহাল রাস্তা, অথচ দশ বছর ধরে কোনো কাজই হইনি। ফলে এই বর্ষার সময় ভোগান্তিতে পড়তে হয় বেশ কয়েকটি গ্রামের মানুষদের। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের বনহরি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দুবরাজপুর থেকে বক্রেশ্বর যাওয়ার রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। উল্লেখ্য, দুবরাজপুর ব্লকের বনহরি থেকে বেলবুনী গ্ৰাম পর্যন্ত প্রায় চার-পাঁচটি গ্ৰামের সংযোগকারী একমাত্র রাস্তা একেবারে বেহাল অবস্থায় রয়েছে বিগত দশ বছর ধরে। বর্ষার মরসুমে রাস্তা না পুকুর বোঝা দায়। এমনকি এই কয়েকটি গ্রামে অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে চায় না। দুবরাজপুর পঞ্চায়েত অফিস থেকে ব্লক অফিস এমনকি জেলা শাসকের দপ্তরেও জানানো হয়েছে, দেওয়া হয়েছে স্মারকলিপি। তবুও হেলদোল নেই। রাস্তা সংস্কারের দাবি নিয়ে আজ সকাল ৯ টা থেকে গ্ৰামের বাসিন্দারা পথ অবরোধ করেন। এই অবরোধে আটকে পড়ে স্কুল পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা থেকে সাধারণ মানুষ। গ্ৰামবাসীরা বলেন, আমরা পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক অফিস, জেলা শাসকের দপ্তরেও জানিয়েছি। ডেপুটেশন দিয়েছি কিন্তু কোনো সুরাহা হয়নি। প্রায় দু’ঘন্টা অবরোধের পর ঘটনাস্থলে আসেন দুবরাজপুর ব্লকের বিডিও রাজা আদক। তিনি অবরোধকারীদের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন। কিন্তু এলাকাবাসীদের দাবি, তিনি নিজে হেঁটে রাস্তার অবস্থা দেখুন তারপর সিদ্ধান্ত নেবেন। এলাকাবাসীদের দাবি মোতাবেক ব্লক আধিকারিক রাজা আদক প্রায় চারশো মিটার হেঁটে রাস্তা পর্যবেক্ষণ করেন। তারপর অবরোধ তুলে নেওয়া হয়। দুবরাজপুর ব্লকের বিডিও রাজা আদক জানান, এই রাস্তা সংস্কারের দরকার আছে। পরিকল্পনা হিসাবে এই রাস্তা ধরাও আছে। কিন্তু জঙ্গলমহল এ্যকশান প্ল্যান এই মুহূর্তে বন্ধ আছে বা এখন হচ্ছে না। ফলে এই রাস্তা জেলা পরিষদ করতে পারছে না। কিন্তু জেলা প্রশাসনকে এই রাস্তা সম্পর্কে ডিপিআর তৈরি করে দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *